।।স্টাফ রিপোর্টার।।
মাত্র ৩০ ফিট প্রশস্ত খালের উপরে ৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৯ মিটার প্রশস্ত নির্মিত হচ্ছে বিশাল আকারের ব্রিজ! ওই খালের উপরে ছোট্ট একটি কালপার ব্রিজ হলে যথেষ্ট বলে মনে করছেন অনেকেই।
সরজমিনে গিয়ে দেখা যায় কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ শ্রী নারায়নপুর গ্রামে নির্মাণ হচ্ছে এমন ব্রিজ ।
রাস্তা ছাড়া এমন ব্যয়বহুল বিশাল এই বিজ নির্মিত হওয়ায় সরকারের অর্থ অপচয়ের কারণে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী ২৫ থেকে ৩০ ফিট ছোট্ ওই খালটির উপরে ১৫ থেকে ২০ লক্ষ টাকার বরাদ্দে কালবাট ব্রিজ হলে যথেষ্ট সেখানে এত ব্যয়বহুল ব্রিজ দেশের অর্থ অপচয় করে কেন নির্মিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিতাস উপজেলার এলজিইডি প্রকৌশলী বলেন এলজিইডি মন্ত্রণালয় থেকে ব্রিজের নকশায় এবং বরাদ্দ এমন এসেছে আমি শুধু বাস্তবায়ন করার দায়িত্বে আছি আর রাস্তার জন্য মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হয়ে আসলে রাস্তার তৈরি হবে।
ওই ব্রিজের পশ্চিম পাশে হাঁটা চলার জন্য কাঁচা রাস্তা থাকলেও পূর্বপাশে রয়েছে বিস্তর ফসলি জমি এবং এই ব্রিজের অদূরে রয়েছে তিতাস উপজেলা সদরে যাওয়ার জন্য আরও একটি গাটার ব্রিজ। অর্থের অপচয় এবং কি প্রয়োজনে এখানে এতো ব্যয়বহুল ব্রিজ নির্মিত হচ্ছে এবং রাস্তা ছাড়া কিভাবে এই ব্রিজের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে এমন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন অনেকেই।