উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭৬ জন জিপিএ ৫ পেয়েছে চান্দিনায়
।।এম আর ইমরান।।
কুমিল্লা চান্দিনা উপজেলায় এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ১৪ই আগস্ট বিকেল ৩ ঘটিকার সময় চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চান্দিনা উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭৬ জন জিপিএ ৫ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ ও স্কুল ব্যাগ দেয়া হয়। এতে ১৯ টি বিদ্যালয় থেকে ১৫৪ জন, ৯টি মাদ্রাসা থেকে ১০জন এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধিত করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আল নূর।
বিজ্ঞাপন
চান্দিনা ডা, ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানসহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিবাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
চান্দিনা উপজেলা প্রশাসন থেকে এমন সংবর্ধনা উপহার ও সনদ পেয়ে আনন্দ উল্লাস ও প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।